নড়াইলে যুব সংঘ মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২৩, ২০২৪

নড়াইলে যুব সংঘ মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ নড়াইল প্রতিনিধি, নড়াইল সদর উপজেলার তুলারাম পুর ইউনিয়নের তুলারাম পুর মধ্য পাড়া যুবসংঘ ও সমাজ কল্যান সংসদ কতৃক যুব সংঘ মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগে ৩০ হাজার টাকার মাছ মারা গিয়েছে বলে অভিযোগ যুব সংঘের সভাপতি ও সদস্যদের। মৎস্য খামারে গিয়ে দেখা যায়, রুই, কাতলা, পুটি, ক্লাসকার্প সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে সাদা সাদা হয়ে ভেসে উঠেছে পুকুরে। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই তুলারাম পুর মধ্য পাড়া সমাজ কল্যান সংসদ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলোক কাজ করে আসছে। তাদের এই মহতি কাজের সাদুবাদ জানিয়েছেন অনেক সচেতন মহল। কিন্তু কতিপয় কিছু দুষ্ট চক্র তাদের এহেন কাজে ইর্শানিত হতে এ ধরনের অপকর্ম করছে। যুব সংঘের সদস্য সোহেল হোসেন বলেন, মৎস্য খামারে বিষ প্রয়োগ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। এ বিষয়ে তুলারামপুর মধ্য পাড়া যুব সংঘের সভাপতি ফয়সল সিকদার সেতু বলেন, যুব সংঘের সকল সদস্য মিলে মৎস্য খামার করা হয়েছে। এই মাছ বিক্রি করে মসজিদ, মাদ্রাসায় দেওয়া হয়। যারা এই মাছ নিধন করেছে,সঠিক তদন্ত করে তাদের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com