রাতজাগা পাখি

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২০, ২০২৪

রাতজাগা পাখি লেখক- সাম্য শফিক,  

আষাঢ় চলে গেলো, তবু থমথমে মেঘলা আকাশ। আকাশ পানে চেয়ে রই, চাঁদ মামা জেগে আছে। তুমি কি জেগে আছো? চাঁদ মামার আজ বিষন্ন বদন। তোমারও কি তা-ই? তোমার চাঁদবর্ণ বদনখানি মলিন। জানো ,আমারও আজ মন ভালো নেই। নক্ষত্র, তারকারাজির দেখা নেই, অন্ধকার আকাশে ঢাকা পড়ে গেছে সব। নীর হারা পাখিদের আত্মহারা কলরব। এ চেনা শহর, চেনা মুখগুলো কেমন যেন অচেনা লাগছে। সময় বয়ে যায়; আষাঢ় চলে যায়, বৃষ্টির কান্না থেমে যায়। একাকী আমি, রাতজাগা পাখি। নির্ঘুম রজনী করছি পার। শুধু একটি বার তোমাকে দেখার প্রতীক্ষায়। প্রহর গুনছি আলোকিত ভোরের অপেক্ষায়। আসবে কি ফিরে, এ ধরণীতে অহল্যা বেশে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com