বয়লার পরিচালক লাইসেন্স নয় সনদ বহাল চাই

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১২, ২০২৪

বয়লার পরিচালক লাইসেন্স নয় সনদ বহাল চাই মোঃ নুরুন্নবী,  

বাংলাদেশ বয়লার পরিচারক সনদ পূর্ণ বহাল থাকতে হবে যার জন্য দীর্ঘদিন বয়লার পরিচারকগন যুক্তিক ও নাগরিক দাবি করে আসছেন। আজকে কয়েক একটা দিন একটা বিষয় দেখে খুবই অবাক হলাম, এতোদিন জানতাম শুনলাম দেখলাম বয়লার পরিচারকদের একটা দাবি ছিল, লাইসেন্স নয় বয়লার সনদ চাই, এটাকে নিয়ে বহু আন্দোলন সংগ্রামও দেখলাম,কিন্তু এখন হঠাৎ করে শুনছি আমরা নাকি আন্ডার গ্রেডের জন্য এতো কিছু করলাম, সবচেয়ে বেশি অবাক হলাম যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন গলা পাটিয়েছেন,বিভিন্ন লিফলেট বিতরণ করেছেন তারাই নাকি জানে না কি জন্য আন্দোলন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিলো।

ইচ্ছে ছিল বয়লার পরিচারকদের নিয়ে আর কখনো কিছু বলবো না লিখবো না, কিন্তু তা পারলাম না কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুর কারণে তাছাড়া আমি নিজেও একজন বয়লার পরিচারক, নিজের দ্বায়বদ্ধতা থেকে হলেও বলতে হচ্ছে। আমাদের স্পষ্ট বানী হচ্ছে বয়লার সনদ থাকবে নাকি আন্ডার গ্রেড থাকবে তা জনতার সামনে পরিষ্কার করা হবে। কোনো ধরনের আঁতাত বা লুকোচুরি আমরা খেলবো না কাউকে খেলতে দেওয়া হবে না।

প্লিজ কেউ ঘুমান্ত সিংহ কে জাগরিত করার চেষ্টা করবেন না। যে সিংহ হাজারো বয়লার পরিচারকদের জন্য রাজপথে জীবন দিতেও সব সময় প্রস্তত থাকে।

আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে কেউ কোনো ধরনের উসকানি মূলক কথায় বা পোস্টে বিব্রতি হবে না, নিজেদের নাগরিক যুক্তিক দাবি আদায়ে সংবদ্ধ থাকুন, আপনার সঠিক দাবি আদায় করে হয়ত ফিরে আসবো নয়তো রাজ পথে জীবন দিয়ে হলেও চেষ্টা করেছি এটা প্রমাণ রেখে আসবো ইনশাআল্লাহ।

মহান আল্লাহ আমাদের সকলের সহায়ক থাকুন - আমিন ।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com