রাজধানীতে চলছে প্রকাশ্যে চাঁদা আদায়

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১২, ২০২৪

রাজধানীতে চলছে প্রকাশ্যে চাঁদা আদায় বিশেষ প্রতিনিধি (ঢাকা) মোঃ আতাউর রহমান,   

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিনে রাজধানীর সবচেয়ে বড় পাইকারী মুরগী ক্রয়- বিক্রয়ের বাজার গুলিস্তানে চলছে প্রকাশ্যে চাঁদা আদায়। উল্লেখ্য যে, এ বাজার হতে রাজধানীর অধিকাংশ এলাকার খুচরা বিক্রেতারা ভ্যান, পিক আপ ইত্যাদি করে মুরগী ক্রয় করে নিয়ে যায়।

শৈলী এন্টার প্রাইজ নামক কোর্তা পরিহিত এক দল চাঁদা আদায়ের সদস্য ভ্যান প্রতি ৬০ টাকা করে রশিদ প্রদানের মাধ্যমে চাঁদা গ্রহন করতে দেখা যায়। তাদের কে জিজ্ঞেস করলে বলেন দেশে কোথাও চাঁদা না উঠানো হলেও আমরা চাঁদা উঠাই। পরে রশিদ চেক করে দেখা যায় যেখানে পার্কিং, বাস, মিনিবাস টার্মিনাল টোল/ ফি আদায় বাবদ ৬০/- টাকা ফি উল্লেখ রয়েছে। যা বিগত সরকারের আমলের ধারাবাহিকতা। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, অনেকে চাঁদা দিতে অনিচ্ছা পোষন করিতেছেন এবং এ চাঁদা আদায়ের যথাযথ কারণ জানতে চান। যা সম্পুর্ন বেআইনিভাবে উঠানো হচ্ছে বলে ধারনা করা হয়।

এতে মুরগির ক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে।ফলে জনগণ এর প্রতিকার চায়। বিশেষ প্রতিনিধি মোঃ আতাউর রহমান - ঢাকা


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com