স্বপ্ন নাকি সত্যি (ছোট গল্প)

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১১, ২০২৪

স্বপ্ন নাকি সত্যি (ছোট গল্প) লেখক- রাফসান সামি লাবিব পঞ্চম শ্রেণি জিলা স্কুল, বগুড়া ।   

রাতুল খুব ভালো ছেলে। পড়াশোনা ও খেলাধুলা দুটোই ভালো পারে সে। তার বাবা-মাও তাকে নিয়ে খুশি। একদিন রাতে রাতুল দেখল, একটি আলো তাদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। কৌতূহলী রাতুল আলোটা কীসের তা দেখার জন্য বাইরে বেরিয়ে গেল।

আলোটি তাকে বলল, পিছনে না ঘুরে উল্টো হয়ে চলতে। কিন্তু রাতুল তো উল্টো চলতে পারে না। তবে এবার সে দিব্যি উল্টো চলতে পারছে। চলতে চলতে কখন যে সে বনের ভিতরে পুরনো একটি রাজবাড়িতে চলে গেছে তা সে টেরই পায়নি। হঠাৎ আলোটি তাকে বলল, পিছনে ঘুরতে। পিছনে ঘুরে দেখল একজন চাকর তাকে বলছে, "রাজা আপনার জন্য উপরতলায় অপেক্ষা করছেন"। "আপনি আমার সঙ্গে আসুন রাতুল তার সঙ্গে উপরতলায় একটি ঘরে গেল। রাতুল দেখতে পেল একজন ব্যক্তি বসে আছে। মাথায় একটি মুকুট, পরণে মুক্তা বসানো রাজাদের কোট, ঘরটির দেয়ালে বিভিন্ন সোনা, রুপা, মনি-মুক্তা ও রাজার একটি ছবি সাজানো। ছবিটি দেখে রাতুল বুঝতে পারল তার সামনে বসে থাকা লোকটিই রাজা। রাজা তাকে সামনে থাকা চেয়ারে বসতে বলল। রাতুল দেখতে পেল তার সামনের টেবিলে দাবা সাজিয়ে রাখা হয়েছে। রাতুলের মনে হলো এত খেলা থাকতে দাবাই কেন সাজিয়ে রাখা হয়েছে। রাজা বলল, তুমি কী দাবা খেলতে পারো? রাতুল জবাবে বলল, জি হ্যাঁ, রাতুল আবার দাবা খেলায় খুব পারদর্শী। রাজা বলল, তাহলে খেলা যাক। জিতলে তুমি পাবে সোনার কলম। তাদের মধ্যে খেলা শুরু হলো। খেলায় রাজা হেরে যায়।

রাতুলের জেতা দেখে রাজা বলেন, বাহ তুমি তো জিতেই গেলে। এই বলে রাজা রাতুলের সামনে একটি কলম রেখে দিলেন এবং বললেন, বিদায়, রাতুল, আশা করি আবার দেখা হবে। এমন সময় হঠাৎ রাতুলের ঘুম ভেঙ্গে গেল। সে বুঝল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কিন্তু যখন সে বিছানার পাশে বিশেষ কলমটি আবিস্কার করল, তখন তার মনে হলো, "এটা সপ্ন নাকি সত্যি"।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com