প্রায় দুই বছর পর প্রধান শিক্ষক এলেন ঢাকা কেরানীগঞ্জ বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ৫, ২০২৪

প্রায় দুই বছর পর প্রধান শিক্ষক এলেন ঢাকা কেরানীগঞ্জ বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মোঃ কুতুব উদ্দিন, ঢাকা বিভাগীয় প্রধান ব্যুরো চীফ:  

৮ ই আগষ্ট বাবু অম্বরেস প্রধান শিক্ষক হয়ে আসেন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায় প্রধান শিক্ষক নেই বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, অনেকটা ফাঁকা ছিলো প্রধান শিক্ষকের অফিস কক্ষ, কি একটা ঘাটতি ঘটেছে বিভিন্ন শিক্ষকদের দাবী। এখন আবারো পরিপূর্ণ কার্যক্রম শুরু হয় গেলো, পুরনো কমিটির সকল সদস্যগন সংবর্ধনা দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক মহোদয় কে।

খুব একটা ভিন্নতা ফিরে এসেছে স্কুলে সকল কার্যক্রম বুঝে নিয়েছেন। তিনি এখন থেকে স্কুল ক্লাশ শুরু ছুটি অফিসিয়াল কার্যক্রম উপজেলা ভিত্তিকসকল বিষয় এ ঘাটতি নেই,পুরনো কমিটি ভেঙ্গে গেছে নতুন করে সব বিষয় চলছে পুরনো সকল ভুলে নতুন করে কার্যক্রম শুরু করবেন বলে আশাবাদী নতুন প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক বাবু অম্বরেস জানান আমি আমার উপরে দায়িত্ব আমি যতটা সম্ভব স্কুলে আমার মেধা এবং শ্রম দিয়ে যাব। যথাসাধ্য চেস্টার ত্রুটি থাকবেনা নিয়ম নীতি সঠিক থাকবে। স্কুলের ক্লাশ ছুটি এবং সকল স্টুডেন্ট দের দেখাশুনা করব।সবার সাথে আন্তরিকতার সহিত সম্মানের সহিত থাকবেন যতদিন আছি।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com