এই মেয়ে কি হলো তোর

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুলাই ১৫, ২০২৪

এই মেয়ে কি হলো তোর সাম্য শফিক  

এই মেয়ে কি হলো তোর ছলছল মুদিত নয়ন ঘন-কালো মেঘে বর্ষণমন্দ্রিত বিভাবরী কুজ্ঝটিকায় মলিন সূর্য উঠবে হেঁসে আসছে স্বর্ণালি ভোর অপেক্ষা শুধু তোরই

এই মেয়ে কি হলো তোর ওঠো, জাগো, মোছ ঘুমঘোর নবজাতকের মতো দেখো স্নিগ্ধ মায়াবী ভোর সে ধরণী, আমার জননী স্নেহমায়ার বুকে নিবে জড়িয়ে তোমাকে নবজাতকের বেশে

এই মেয়ে কি হলো তোর হোক না আঁধার কেটে আসবে ভোর হবে তোর সহোদর একশ' নিশি রাতের হোক না শুরু চলা আমার-তোমার জড়িয়ে বাহুডোর

এই মেয়ে কি হলো তোর এ অহল্যা রাতে প্রতীক্ষায় বসে জোছনা হয়ে ছুঁয়ে যাবে যখন আসবে সোনালি ভোর হেসে প্রতীক্ষায় প্রকৃতি জেগে আছি আমি

এই মেয়ে কি হলো তোর এক আশা বুকে ভাঙবে আঁধার পাহাড় অনন্ত অমর বর্ষণমন্দ্রিত বিভাবরী কেঁটে আসছে স্বর্ণালি ভোর অপেক্ষা শুধু তোরই রাখবো বাহুডোর


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com