অধরা নন্দিনী

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুলাই ১০, ২০২৪

অধরা নন্দিনী লেখক- সাম্য শফিক  

ওগো স্বপ্নচারিনী কোথায় ছিলে এতোদিন? কোথায় তোমার ঘরবাড়ি? আগে কেনো দেখা হয়নি?

নেই কোন জানাশোনা , তবুও কতো আপন। খেয়ালে ছুঁয়ে ছুঁয়ে থাকো সারাক্ষণ। যতোক্ষণ জেগে থাকো, জলের ফোয়ারার মতন।

উষ্ণ এ হৃদয় যখন মরিচীকা, ফেরারি হয়ে উঞ্ছ খুঁজি জলবিভাজিকা। কাজের মাঝে, ঘুমন্ত বা জেগে। অতন্দ্র প্রহরী মতো, ঋষি-মুন্সী’র মতো- অন্তরাত্মা সদাজাগ্রত।

আমাতে আমি নেই, সে সর্বদা করে নন্দিনীর অন্বেষণ। কী অপরিসীম আবেগি বোদ্ধা তুমি ! কী অদৃশ্য চৌম্বকীয় আকর্ষণ ! ধাতব বস্তুর মতো আবেশে আটকে রাখো। লৌহ দন্ডের কলকব্জার মতন। অন্তর্ঘাত চালিকাশক্তিতে নাড়াও সারাক্ষণ।

কোথায় ছিলে এতোদিন ? তোমার-আমার কেনো দেখা হয়নি আগে!? ক'টা বছর আগে দেখা হলে কি এমন ক্ষতি হতো? জীবনটা তো, পাল্টে-ও যেতো পারতো!


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com