বগুড়ায় টিএমএসএস কর্তৃক কৃষকদের সেচ সহায়তার উদ্বোধন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২৯, ২০২৪

বগুড়ায় টিএমএসএস কর্তৃক কৃষকদের সেচ সহায়তার উদ্বোধন এ কে খান, টিএমএসএস প্রতিনিধি:   

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, নারী উদ্যোক্তা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে সিটি ব্যাংকের অর্থায়নে সেচ সহায়তার আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে মোবাইলে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রতি কৃষক সেচ সহায়তা হিসাবে ১ হাজার ৫ শত টাকা পাবেন। সিটি ব্যাংক প্রদত্ত পচিশ লক্ষ টাকা বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের নিজ নিজ মোবাইলে বিকাশ, নগদ অথবা রকেট এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে।সিটি ব্যাংক এর বিশেষ কৃষি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় টিএমএসএস প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে এই কার্যক্রম পরিচালনা করছে। শনিবার বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের এভিপি ও সিনিয়র ম্যানেজার মোঃ রেজা ফাউজুল কবির উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় টিএমএসএসের নির্বাহী পরামর্শক মোঃ আতাউর রহমান, টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খাঁন, জিজি এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম প্রমূখ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয়।আলোচনায় বক্তারা টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের কথা তুলে ধরেন। বক্তারা বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী যে সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে তা সত্যি কার অর্থে প্রশংসার দাবিদার।

বক্তারা আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বহু সংখ্যক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নানা সেবা মূলক কার্যক্রম পরিচালনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিটি ব্যাংক ও টিএমএসএস ভবিষ্যতে আরও নানাবিধ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে, যা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com