পাবনার ঈশ্বরদীর বুকে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ৭১ হাসপাতাল

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২৭, ২০২৪

পাবনার ঈশ্বরদীর বুকে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ৭১ হাসপাতাল জাকির হোসেন, স্টাফ রিপোর্টার (পাবনা):  

পাবনা জেলার ঈশ্বরদী থানা আওতাধীন শেরশাহ রোড সংলগ্ন। স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ৭১ হাসপাতাল। হাসপাতালটির যাত্রা শুরু হয় ১৬ই মে ২০২৪ সালে রহমান প্যালেসে হাসপাতালটির যাত্রা শুরু করেন । সোহানুর রহমান সোহান, ডাক্তার জিহাদ হোসেন এমবিবিএস (এমডি) রাশিয়া মেডিকেল অফিসার নিকিমট এটোমসট্রয় আর এন পিপি মো: মোবারক হোসেন মহন, মো: সাইদুল ইসলাম এবং মো: শাহ আলম হাসপাতালটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন।

প্রয়াত নেতা সাবেক ভূমি মন্ত্রী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য পুত্র।  ঈশ্বরদী যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ঈশ্বরদীর পৌর মেয়র জনাব মোঃ ইসাক আলী মালিথা এবং ঈশ্বরদী থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম ডাক্তার জিহাদ হোসেন নিজেও হাসপাতালটিতে রোগী দেখে থাকেন। হাসপাতালটিতে দেশের বিভিন্ন স্পেশালাইজড ডাক্তার রোগী দেখে থাকেন। এবং অত্যাধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্বয়ংক্রিয় মেশিনে সি বি সি নাক কান গলা হাড় ভাঙ্গা আলট্রাসনোগ্রাফি ইসিজি এক্সরে এবং অত্যন্ত যত্ন সহকারে নরমাল ডেলিভারি ও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। প্রতিষ্ঠানটি ২৪ ঘন্টা সেবা দিয়ে আসছেন। এবং গরীব দুঃখী অসহায় মানুষের জন্য বিশেষ মূল্য সাড়ে চিকিৎসা দিয়ে থাকেন এই হাসপাতাল।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com