রাজধানীতে জমে উঠছে কোরবানি পশুর হাট

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১২, ২০২৪

রাজধানীতে জমে উঠছে কোরবানি পশুর হাট আহসান হাবিব, বিশেষ প্রতিনিধি (ঢাকা):  

ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে জমতে শুরু করেছে গবাদি পশুর হাট। রাজধানী শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে বিভিন্ন এলাকায় বসতে শুরু করেছে এসব পশুর হাট।

সূত্রাপুর লোহারপুল থেকে রায়সাহেব বাজার মোড়, দয়াগঞ্জে বসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কোরবানীর হাট। এছাডা কেরানীগঞ্জের হাসনাবাদেও বসেছে বিশাল গরু ছাগলের হাট।সেখানকার মো:আশরাফুল ইসলাম নামের( ২৪)গরু ব্যাবসায়ী বলেন তারা এসেছেন সুদূর কুষ্টিয়া থেকে ১০ট্রাক ভর্তি গরু নিয়ে। রেজাউল(৫১) নামের আরেক ব্যাবসায়ী বলেন তারা ফরিদপুর থেকে এসেছেন গরু নিয়ে।রাজধানীর তিব্বত মোড়েও বসেছে বিশাল গরু ছাগলের হাট।সিরাজগঞ্জ থেকে আসা মোঃহেলাল( ৫০) বলেন তারা ৮০র বেশি গাডি গরু নিয়ে সোমবার হাটে এসেছে।বেচা কেনা কেমন হচ্ছে এমন প্রশ্নে বলেন এখনও আশানুরুপ বেচা কেনা হচ্ছে না। যারা হাটে আসছেন তারা গবাদি পশু দেখে চলে যাচ্ছেন। তবে হাট কমিটির প্রত্যেকেই বলছেন তাদের হাটে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা,পাইকারদের খাওয়ার ব্যাবস্থা, ক্রেতাদের গাডি পার্কিং ব্যাবস্থা রাখা হয়েছে।

পাইকারদের যাত্রাপথে কোন চাদাবাজির শিকার হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কোথাও কোন প্রতিবন্ধকতার শিকার না হওয়ার কথা জানান। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক যোগে এসব গরু ছাগল ঢাকায় প্রবেশ করায় রাজধানীতে দেখা দিয়েছে তীব্র যানজটের। এবার শহরের সবচেয়ে বড় পশুর হাট আফতায়াবনগরে নেই কোন হাট। কথা বলে জানা যায় আবাসিক এলাকা হওয়াতে সেখানে এবার কোন হাট বসবে না।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com