শেরপুরে এক খামারি শখের বসে গরুর নাম রেখেছেন শাকিব খান , ডিপজল , সহ জায়েদ খান ও হিরো

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ৭, ২০২৪

শেরপুরে এক খামারি শখের বসে গরুর নাম রেখেছেন শাকিব খান , ডিপজল , সহ জায়েদ খান ও হিরো শরীফ আহম্মেদ, শেরপুর প্রতিনিধি:  

প্রতিবছরই পালসার রাজাবাবু আকবর কিংবা সম্রাট বা বলিউডের খানদেন নামে সরগরম থাকে পশুর বাজার। তেমনি এবছর বগুড়ার শেরপুরে এক খামারি পশুর নাম রেখেছেন বাংলার সুপারস্টার শাকিব খান, ডিপজল , জায়েদ খান, ও বিভিন্ন জাতের গরুর বিভিন্ন নামকরণ করেছেন ওই খামারি। উপজেলা ভাটরা ইউনিয়নের সবুজ ডেইরি ফার্মের মালিক আমজাদ হোসেন শখের বসে এসব নাম রেখেছেন।

আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে বাজারে আসছে নায়ক শাকিব খান, ডিপজল , জায়েদ খান , হিরো, কাবিলা, ও কালা বাবু, শাকিব খান ও ডিপজলের দাম ৬ লক্ষ করে। জায়েদ খানের দাম আড়াই লক্ষ , হিরোর দাম ৬ লক্ষ ৫০ হাজার, কাবিলা ২ লাখ ২০ হাজার ।খামারি আমজাদ হোসেন বলেন, খামারে কুরবানি ঈদকে সামনে রেখে আমরা ১৫ থেকে ২০ টা গরু মোটাতাজা করে রেখেছি।এবং দুইটা বলদ ,এর মূল্য ১১ লক্ষ টাকা, ঈদুল আযহাকে সামনে রেখে গরু মোটাতাজা প্রস্তুতি করে রেখেছি ।

এ বিষয়ে খাবার পরিচালক নুর ইসলাম ও আশরাফুলকে বললে তারা বলেন , খাবারের সবগুলো গরু অনেক আদর করি। আর এসব নাম রাখা হয়েছে শুধু শখের বসে এই গরুগুলো অনেক কষ্ট করে লালন পালন করছি যতগুলো গরু আছে সবগুলোই কুরবানী ঈদে বিক্রি হয়ে যাবে । যখন এগুলো বিক্রি হয়ে যাবে অনেক অনেক বেশি খারাপ লাগবে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com