নওগাঁর চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে তৃতীয়বার রক্ষা কালী প্রতিমা ভাংচুর, দেখার কেউ নেই

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ২৬, ২০২৪

নওগাঁর চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে তৃতীয়বার রক্ষা কালী প্রতিমা ভাংচুর, দেখার কেউ নেই উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:  

নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন চৌমাশিয়া সরকার পাড়ার, চৌমাশিয়া কেন্দ্রীয় শিবকালী মন্দিরে তৃতীয়বার রক্ষা- কালী প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৬/ ৫/২০২৪ ইং রবিবার সকাল ১১ টার সময়।

মন্দিরে মাঠে দিকে নজর দিলে দেখা যায়, মন্দিরের সামনের বাঁশের রেলিন সামনে পড়ে থাকা দেখে সরজমিনে কালী মন্দিরে গিয়ে দেখা যায়, কে বা কাহারা সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের রক্ষাকালী মায়ের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সভাপতি উজ্জ্বল কুমার সরকার ও সাধারণ সম্পাদক কৃষ্ণপাহান চৌমাশিয়া বাজারে কারেন্ট বিল দেওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় এবং কৃষ্ণ পাহান সেলুনের দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দুজনে মিলে কালী মন্দিরে পরিদর্শনে গেলে দেখা যায় রাধে রাধারে কে বা কাহারা রকক্ষাকালী প্রতিমা ভাঙচুর করেছে। এবং সুষ্ঠু বিচার হবে কি না চৌমাশিয়া নিগোষ্ঠী আদিবাসী ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনমনের প্রশ্ন।

 

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com