এই শহরের মায়া

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ২৪, ২০২৪

এই শহরের মায়া এই শহরের জমে থাকা ধুলো বালি- রাস্তার এক কোনে, কোনো এক সন্ধ্যা বেলা ।  দুজনের হাতে আছে চায়ের কাপ- হঠাৎ একটু বাতাস এসে করলো দারুণ খেলা। এই শহরের মায়ায় পরে অদৃশ্য এক জাল বিছিয়ে,  তাতে সে বন্দী করে রেখেছে আমায়। কেউ নেই, কিছুই নেই, দিন শেষে যে শুন্য, ঐ শহরে ঐ মায়ার বলে হলাম আমি পূর্ণ। এই শহর পূর্নতার শহর কি নেই এই শহরে- গাড়ি আছে, বাড়ি আছে আছে অট্টালিকা। তোমায় আমি এনে দেবো ঐ শহরের চাঁদ, এই শহরের মিথ্যা মায়া আমার মাঝেই বন্দী থাক।   লেখক: ইঞ্জিঃ মোঃ আল-আমিন মোল্যা

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com