২৫৬৮ তম পবিত্র বুদ্ধ পূর্ণিমা এবং সংখ্যালঘু সচেতনতা কর্মসূচী পালন করলেন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ২৩, ২০২৪

২৫৬৮ তম পবিত্র বুদ্ধ পূর্ণিমা এবং সংখ্যালঘু সচেতনতা কর্মসূচী পালন করলেন সমরেশ রায়, কলকাতা প্রতিনিধি:  

আজ ২৩শে মে বৃহস্পতিবার, ইউনাইটেড বুধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পরিচালনায়, ধর্মতলা রানী রাসমণি রোডে, সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌতম বুদ্ধের ২৫৬৮ তম জন্মদিন পালন করলেন এবং তার সাথে সাথে সংখ্যালঘু সচেতনতা কর্মসূচী পালন করলেন।

একটি সুন্দর প্রশেসনের মধ্য দিয়ে এবং গৌতম বুদ্ধের মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন ও সম্মানীয় অতিথিদের বরণ করে নেন, শুধু আজকের অনুষ্ঠানে বুধিষ্টরা উপস্থিত ছিলেন না, ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা, তারা সকলেই বৌদ্ধের মাথায় জল দিয়ে প্রার্থনা জানান। শান্তি কামনা করেন ও জাতে শান্তিতে দেশের সকল মানুষেরা সুখ-শান্তিতে বসবাস করে তার প্রার্থনা জানান।

মঞ্চে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারী সুদীপ বড়ুয়া, বরুণ জ্যোতি, সুজিত বড়ুয়া, অসীম বড়ুয়া, শ্যামল, রাহুল বড়ুয়া, বরুণ বড়ুয়া, সুনীল বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অন্যান্য চার্চ এর ফাদাররা, এবং অন্যান্য বিভিন্ন জেলা থেকে আগত সকল বুধিষ্ট সদস্যরা।

প্রতিবছরের ন্যায় এই বছরও ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন সুন্দরভাবে বুদ্ধের জন্মদিন পালন করলেন এবং তাদের যে সকল কর্মসূচি সেগুলি আজ মঞ্চে পরিবেশন করলেন, এবং বিভিন্ন জায়গা থেকে আগত নৃত্যশিল্পীরা তাদের নৃত্য মঞ্চে পরিবেশন করলেন ছোট থেকে বড়রা, নৃত্যের মধ্য দিয়েও বৌদ্ধকে সম্মান জানালেন তাহাকে স্মরণ করলেন। এমনকি তাহারা সারা বছর সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য কি কাজ করেন সেটিও আজকে তুলে ধরলেন।

তাহারা সহযোগিতার হাত বাড়ান তারও উল্লেখ করেন মঞ্চে দাঁড়িয়ে, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর কর্ণধার জানালেন, আমরা এই দিনটির জন্য অপেক্ষা করতে থাকি সারা বছর, সকল সম্প্রদায়ের মানুষকে আমরা একত্রিত করতে পারি, কোন ভেদাভেদ না রেখে, এখানে সকল সম্প্রদায়ের মানুষেরাই অংশগ্রহণ করতে পারেন, গৌতম বুদ্ধ শান্তির বাণী ছড়িয়েছেন, ‌ সকলকে শান্ত থাকার কথা উল্লেখ করে গিয়েছেন, দাঙ্গা নয়, খুন নয়, শান্তি একমাত্র পথ, তাই সকল সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে যুক্ত হন এবং দিকে দিকে গৌতম বুদ্ধের বাণী ছড়িয়ে দিন।

 

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com