প্রখ্যাত প্লাষ্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধায়নে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ৪, ২০২৪

প্রখ্যাত প্লাষ্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধায়নে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর প্রতিনিধি:  

৪ মে শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আর্ন্তজাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের সার্বিক তত্ত্বাবধায়নে একটি মেডিকেল টিম ৩ দিন ব্যাপী বিনামূল্যে জন্মগত ঠোঁট কাঁটা- তালু কাঁটা (টাকরা) রোগীদের প্রতি মাসের অপারেশনের মতো এবারেও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডায়াবেটিক হাসপাতালে গিয়ে দেখা যায়, উক্ত জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্পে ঔষধ প্রদানসহ হাসপাতালে অপারেশন চলাকালীন রোগীদের খাওয়ার, যাতায়াত ভাড়া প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, আমরা নিয়মিত ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন ক্যাম্প পরিচালনা করে আসছি। প্রতিমাসে দূর-দূরান্ত থেকে আগত জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আর্ন্তজাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন এর সার্বিক সহযোগিতায় আমি ও আমার মেডিকেল টিম দ্বারা এই অপারেশন ক্যাম্প পরিচালনা করার মাধ্যমে শত শত রোগীরা বিশেষ করে শিশু রোগীরা অপারেশন শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com