নেত্রজল সাহিত্য ম্যাগাজিন পত্রিকার নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ২, ২০২৪

নেত্রজল সাহিত্য ম্যাগাজিন পত্রিকার নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:  

"সাহিত্যকে ভালোবেসে এই পথ চলা, তাইতো আমরা হয়েছি সাহিত্যের ফেরিওয়ালা" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা পরিচালক জয়নুল আবেদীন বিজয়ের উদ্যোগে ২০২৪/২০২৫ ইং একবছর মেয়াদে দেশ বরেণ্য কবি ও সাহিত্যিক মাহমুদুল হক নিজামী (বাংলাদেশ) ও কবি পূর্ণিমা যোদ্দার (ভারত) দ্বয়কে প্রধান উপদেষ্টা নিয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয় সেই সংগে কবি মোহাম্মদ জিয়াউল হক কে সভাপতি ও কবি মোঃ মোশারফ হোসেন মাসুদ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নেত্রজল সাহিত্য ম্যাগাজিন কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি: কবি শাহজালাল সুজন, রিমি ফেরদৌসী।যুগ্ম সাধারণ সম্পাদক: নাঈম কাঁকন।সাংগঠনিক সম্পাদক: কবি মোঃ শফিকুল ইসলাম,  সহ সাংগঠনিক সম্পাদক: কবি মাফরুহা মৌসুমী,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: কবি চিন্ময়ী মিত্র,কবি সঞ্চিতা কানথাল,কবি নবলতা শীল। ধর্ম বিষয়ক সম্পাদক: কবি আনোয়ার হোসেন ফকির। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কবি মহুয়া মিত্র ও কবি সরকার মিনা।

সাহিত্য বিষয়ক মহিলা সম্পাদক: কবি শামসুন্নাহার ও কবি আনোয়ারা আশা। প্রচার সম্পাদক: কবি একরামুল কবির সহ- প্রচার সম্পাদক: কবি হালিমা সুলতানা , অর্থ সম্পাদক: কবি নূরনবী ইসলাম রনি। তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক: কবি চন্দন বৈদ্য নির্বাহী সদস্য: মোঃ শহিদুল ইসলাম রতন ও মোঃ আল আমিন হোসেন। উল্লেখ্য যে নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা পরিচালক, সাহিত্য প্রেমী কবি জয়নুল আবেদীন বিজয়ের নিরলস প্রচেষ্টায় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। তিনি বলেন সবার সহযোগিতায় অতি অল্প সময়ে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে জনপ্রিয় হয়ে উঠবে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com