গাজীপুরের কেনাবাড়ীতে অটোরিকশার চালককে পিটিয়ে হত্যা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ১৪, ২০২৪

গাজীপুরের কেনাবাড়ীতে অটোরিকশার চালককে পিটিয়ে হত্যাসুরুজ্জামান রাসেল, গাজীপুর জেলা প্রতিনিধি:  

গাজীপুর সিটি করর্পোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ১৩ এপ্রিল বিকালে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। জানা যায়, মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কার জেরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আশরাফ উদ্দিন। নিহত অটোচালক ঝিনাইদহের মহেশপুর থানার আলামপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫)। বর্তমানে তিনি আমবাগ এলাকায় জাকির হোসেন রজবের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল শনিবার বিকালে অটোরিকশা নিয়ে আমবাগ নছের মার্কেট এলাকায় এলে একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহী ও তাঁর মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।