বাবা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ১৩, ২০২৪

বাবা   আমি ছোট্ট বেলায় বাবাকে পাইনি, বাবা থাকতেন ঢাকায় করতেন চাকরি , আমি ছোট্ট বেলায় বাবাকে পাইনি। আমি বাবার হাত ধরে হাটতে শিখিনি, বাবা আসতেন বাসায় যদি পেতেন ছুটি, আমি ছোট্ট বেলায় বাবাকে পাইনি। আমি বাবাকে ঘোড়া বানিয়ে কখোনো খেলিনি, বাবা অনেক কাজ করায় শরীরে তার ক্লান্তি, আমি ছোট্ট বেলায় বাবাকে পাইনি। আমি বাবাকে তুমি ডাকিনি বাবা দূরে থাকায় তার কাছে আসিনি, আমি ছোট্ট বেলায় বাবাকে পাইনি। হায়! আমি বড় হয়ে বাবাকে পেয়েছি, আমি জানি- আমার বাবা আমার জন্যই পরিশ্রমী, বাবা নিজের সুখ বিসর্জন দিয়ে, করেছে উপার্জন। আমি ছোট্ট বেলায় বাবাকে পাইনি ! বাবা শুধু পরিবারকে শত কষ্টের মাঝে দিয়ে গেছেন- বাবা নামক বট বৃক্ষের ছায়া যতদিন থাকবে মাথার উপরে, ততদিন আমি পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ মানব। বাবা যার নেই সেই বোঝে বাবার শূন্যতা আমি ছোট্ট বেলায় বাবাকে পাইনি ! তবুও বাবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জান্নাতে যেন বাবার সাথে পাই ঠিকানা।     কলমে - তানজিমা আক্তার  (ইভা) ।  খুলনা জেলার সেনহাটি গ্রাম ।  

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com