ঢাকা   ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
২০ নং ফোল্ডারের ১১ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা ও পৌর যুবদলের দোয়া মাহফিল। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত হওয়ায় চুনারুঘাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের সংকট বিশালপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি প্রকাশ কুষ্টিয়ায় দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে জেলা বিএন‌পির ক‌ঠোর হুঁশিয়ারি নতুন দুই সভাপতি পেল ইবির দুই বিভাগ জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক পেলেন- সাংবাদিক মো: রাসেল সরকার

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪
  • 94 শেয়ার

মানছুরা আক্তার মায়া: জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সভায় সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী শ্রেষ্ঠ সংগঠক হিসেবে গুণীজন সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মো: রাসেল সরকার। গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক প্রধান করেন প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ জনাব আলতাফ হোসেন।

গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জমকালো আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৩য় তালায় আব্দুস সালাম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে এই স্মারক প্রধান সহ বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে ১৮ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেন। উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ লায়ন গনি মিয়া বাবুল। সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো: আবুল বাসার মজুমদার, সহ-সভাপতি মো: খায়রুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য মো: আনারুল হক, মো: কামাল হোসেন আজাদ।

বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মো: মামুন-অর-রশিদ, লায়ন মোহাম্মদ শিকদার আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব মো: আনিছুর রহমান প্রধান, সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, অর্থ সচিব মো: জামাল হোসেন, দপ্তর সচিব মো: রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব মো: আব্দুস সবুর, মানবাধিকার সচিব মো: মুসা খান রানা, তথ্য ও প্রযুক্তি সচিব মো: আবেদ আলী, নির্বাহী সদস্য মো: মহসিন উদ্দিন, ইকরামুল হক সোহেল, রাসেল ইসলাম জীবন, আজীবন সদস্য মো: আকন্দ আজাদ মো: নুরনবী, মতিউর রহমান রিয়াদ সহ নেতৃবৃন্দ।

বক্তব্য প্রদানকালে যুগ্ম মহাসচিম মামুন-অর-রশিদ বলেন, সাংবাদিকদের জন্য করা সংস্থার কল্যাণ ট্রাস্ট আরো কার্যকর করতে হবে, সাংবাদিকরা হামলা মামলা কিংবা অসুস্থ হলে সরেজমিনে গিয়ে তাদের আইনি সেবা, চিকিৎসা সেবা ও আর্থিক সেবা প্রদান করতে হবে এবং সাংবাদিকতার উৎকর্ষ বিকাশে বুনিয়াদী, অনুসন্ধানী সাংবাদিকতা ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও সনদ প্রদান করতে হবে।

গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক মো: রাসেল সরকার বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩তম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমাকে ‌‌কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী শ্রেষ্ঠ সংগঠক হিসেবে গুণীজন সম্মাননা স্মারক প্রধান করেন আমার শিক্ষক প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলতাফ হোসেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতায় আমার প্রিয় শিক্ষক এর হাত থেকে বস্তুনিষ্ঠ সংবাদকর্মী গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক পেয়ে আমি ধন্য ও প্রিয় শিক্ষকের প্রতি জানাই কৃতজ্ঞতা।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪