আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৯ নভেম্বর- ২০২৪ ইং রোজ মঙ্গলবার বিকেল ৩.৩০ ঘটিকায় উপজেলার উত্তর উত্তমপুর গ্রামের কৃষকদের উৎপাদিত উন্নত ফলনশীল জাতের আমন ধান কর্তন শুরু ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত ধান কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিদা সারমিন আফরো-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের সাথে মাঠে ধান কর্তন করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। মাঠে ধান কর্তন শেষে স্থানীয় আব্দুল মালেক কলেজ চত্বরে প্রায় শতাধিক কৃষাণ-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস উদযাপন করা হয়।
উক্ত মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল বাসার জোমাদ্দার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা পল্লব মজুমদার, কৃষক রাসেল ও মাহবুবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশিষ চৌধুরী। আলোচনায় প্রধান অতিথি ইউএনও রাহুল চন্দ কৃষকদের উদ্দেশ্য করে বলেন যে, বর্তমান রবি মৌসুমে সকল কৃষক ভাই-বোনেরা একযোগে গরু-ছাগল বেধে পালন পূর্বক রবি ফসল উৎপাদন করবেন, আমি ও কৃষি বিভাগ আপনাদের পাশে আছি।