ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া জেলাধীন মোকামতলা ৮৫২ গৃহ নির্মাণ ফেডারেশন এর নবনির্বাচিত কমিটি গঠন ৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  কিশোরগঞ্জে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ৫ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার সিটি ও ঢাকা কলেজের সংঘর্ষ হয়ে আহত ঢামেকে ৩২ জন ঈশ্বরদীতে এসডি টেলিভিশন ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত  কুষ্টিয়ায় ডাকাতির সময় মা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমরা বলতে পারিনি মোঃ সেলিম রেজা সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চর ইসলামপুর মোহাম্মদপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ।

leeja begum
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
  • 104 শেয়ার

মোঃ সাদেকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপালের আলমগীর হোসেনের অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেছে এলাকার জনসাধারণ।

বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে এলাকার আবাল বৃদ্ধ বনিতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তাদের হাতে প্লে কার্ডে প্রিন্সিপালের দুর্নীতির বিরুদ্ধে নানান মন্তব্য লিখে রাখেন। উক্ত মানববন্ধনে এলাকার বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের ইবতেদায় শিক্ষক আব্দুর রহমান হুজুর, কৃষি শিক্ষক নূরে আলম, আক্তার হোসেন সহ আরো অনেকে শিক্ষক এবং প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউল হাসান ধন মিয়ার সন্তান সোহাগ মিয়া, বিশিষ্ট সর্দার আলী আহমদ, বর্তমান ওয়ার্ড মেম্বার হাজী আবুল কালাম, সাবেক শিক্ষার্থী মোঃ মাসুক, সাইদুল ইসলাম, মহসিন পারভেজ প্রমোখ।

বক্তারা ওকে মানববন্ধনের বলেন, সুনাম ধন্য এ আলিম মাদ্রাসার বিগত দিনের রেজাল্ট খুব ভাল ছিল । কিন্তু উক্ত মাদ্রাসায় আলমগীর হোসেন যোগদানের পর থেকে মাদ্রাসায় দুর্নীতির মহোৎসব শুরু হয়। এর রেজাল্ট দিন দিন খারাপ হতে শুরু করে এ নিয়ে কেউ কথা বললেই তাকে সে বিভিন্নভাবে হয়নি করার চেষ্টা করে। বর্তমানে স্কুলের রেজাল্ট শূন্যের কোটায়। অর্থ কেলেঙ্কারিতে সে সিদ্ধ হস্ত নিম্নে চিত্র তুলে ধরা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ সূত্রে জানা যায় ২০২৩ সালের জুলাই মাসে উপজেলার “মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসায় সরকারের ৫,০০,০০০/-টাকা বরাদ্দ আসে। সরকারী অনুদানের উপকার ভোগী ছাত্ররা জানায় বরাদ্দকৃত টাকা সঠিক বন্টন করা হয় নাই। এছাড়াও মাদ্রাসার বিদ্যুৎ সংযোগের জন্য ২টি খুটির ১,৫০,০০০/-টাকা রেজুলেশন করে মাদ্রাসার ফান্ড থেকে টাকা উত্তোলন করে, কিন্তু ১টি খুটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপবৃত্তিতে নাম দেওয়ার জন্য প্রতি ছাত্র-ছাত্রীর নিকট হইতে ২০০/-টাকা নেওয়া হয়। শিক্ষকদের টিউশন ফি ১,০০,০০০/-টাকা হইতে ৭৫,০০০/-টাকা প্রদান করা হয়। দাখিল পরিক্ষার্থীদের ফর্ম ফিলআপ বাবাদ ৩,২০০/-টাকা, প্রবেশপত্র বাবাদ ৭০০/-টাকা ও রেজিস্ট্রেশন বাবাদ ১৬,০০/-টাকা গ্রহণ করেন।

২০২১ সালে কমিটির মাধ্যমে কর্মচারী নিয়োগের ব্যয় দেখান প্রায় ১ লক্ষ টাকা, নিয়োগ প্রাপ্তির পরে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের কাছ থেকে ৫০ হাজার এবং আয়ার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন। এরূপ আরো অনেক দুর্নীতি।এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গ্রামবাসী, এলাকার সচেতন নাগরিক ওয়াসিম এবং শিক্ষক প্রতিনিধি, মোট ৩ টি অভিযোগ দায়ের করেন। উক্ত মানববন্ধনে ছাত্রীদের অভিযোগ মাদ্রাসার তিনি ছাত্রীদেরকে অশালীন শালী সম্বোধন করে আচরণ করেন এবং মেয়েদের পর্দা খুলতে তিনি বাধ্য করেন, তারা এমন শিক্ষকের পদত্যাগ দাবি করেন,

অনুষ্ঠান শেষে সকলে এক বাক্যে প্রিন্সিপাল অপসারণ দাবিতে মিছিল করেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযোগের বিষয়ে সততা স্বীকার করেন, এ বিষয়ে তদন্তের অগ্রগতি সম্বন্ধে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি তথ্য দেবেন না বলে উদত্ত প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪