জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্রকন্ঠের টেকনাফ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনদেশ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি শামসুল আলম শারেকের দ্বিতীয় পুত্র শাহরিয়ার ইকবাল মিজান বাংলাদেশ তাহফিজুল কুরআন কেন্দ্রীয় মরকজ পরীক্ষা২০২৪ সালে ৩০ পারা কুরআন নিয়ে টেকনাফের হ্নীলা স্টেশন জামে মসজিদ প্রাইভেট হেফজখানা ওসমান বিন আফফান থেকে অংশগ্রহন করে কৃতিত্বের সাথে (মুমতাজ) সম্মান A +নিয়ে উত্তীর্ণ হয়েছে।
সেই ইতিপূর্বে স্থানীয়, উপজেলা,জেলাও বিভাগীয় বিভিন্নপর্যায়ের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে প্রথম স্থান সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছিলেন।
সে তাঁর এই সফলতাপূর্ণ কৃতিত্বের জন্য তাঁর সম্মানিত শিক্ষক হ্নীলা স্টেশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: জামালউদ্দীন হাবিবের নিকট চিরঋনী।সেই সাথে তাঁর মক্তব শিক্ষকও নুরানী শিক্ষকের উৎসাহ ও ভুমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।তাছাড়া এই ক্ষুদে হাফেজে কুরআন মিজান ভবিষ্যতে আরো উত্তোরত্তর উচ্চতর সফলতার জন্য দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থী।সেই ভবিষ্যতে দেশ সেরা হাফেজে কুরআন হিসেবে দেশের সম্মান বিদেশে সমোজ্জল করে বাংলাদেশ কে বিশ্ব দরবারে কুরআন দিয়ে পরিচিত করার মধ্য দিয়ে দুনিয়াও আখেরাত উভয় জাহানের কামিয়াবী হাসিল করতে চাই