মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার:
বুধবার (০৬ মার্চ) দুপুর দেড় টার সময় টেকনাফ পৌরসভার ইসলামাবাদ খায়ুকখালী খাল থেকে উক্ত মরদেহটি উদ্ধার করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ।
নিহত যুবকের নাম মোস্তাক আহমদ সেই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া কাটাবুনিয়া এলাকার নুরুজামানের ছেলে। তিনি পেশায় একজন টমটম চালক।
নিহতের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে ফুলে ফেঁপে যাওয়ায় ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
ওসমান গনি বলেন, বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় ঝায়ুকখালীর খালে মাছ ধরছিলেন উক্ত এলাকার স্থানীয় জেলে আবুল হোসেন নামের এক ব্যক্তি। এক পর্যায়ে তিনি খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের প্রতিনিধিদের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছে। প্রথমের নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন নিহত যুবকের পরিবার।
এদিকে ওসি বলেন, নিশ্চয়ই কোন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে হত্যাকাণ্ড কি-না পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহত পরিবারের বড় ভাই মোজাহার মিয়া জানান- একটি ব্যাটারি চালিত টমটম ক্রয়-বিক্রয় নিয়ে টেকনাফ সদর গোদার বিলে অবস্থানরত নাছির নামের এক মিস্ত্রি আমার ভাইকে ৩/৪ দিন আগে ডেকে নিয়ে যায়। তখন থেকে ভাইয়ের মোবাইল নাম্বার বন্ধ ছিল। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। আমরা এর সুস্থ বিচার চাই। আমরা ঘাতক মোঃ নাছির সহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করবো এবং সকল প্রশাসনের নিকট ভাই হত্যার সঠিক বিচার চাই।