খাগড়াছড়ি প্রতিনিধি:
বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
সম্মানিত মুসলিম তাওহিদী জনতা আসছে আগামী ৮ মার্চ রোজ শুক্রবার সময় বাদ জুমা হইতে মহামুনি সমাজের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক বিশাল ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান মহামুনি মোহেব্বিয়া দীনিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ।
উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী নায়েবে সাজ্জাদানশীল, দরবারে বারীয়া শরীফ,বাহারসিন্যাল, চান্দগাঁও ,চট্টগ্রাম, আলোচনা করবেন বাদ এশা ।
উক্ত ইসলামী মহাসম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন হযরত মাওলানা মুফতি জমির উদ্দিন খান খতিব মহামনি কেন্দ্র জামে মসজিদ ও মোবাল্লিগ ছারছীনা দরবার শরীফ আরো বয়ান পেশ করবেন হযরত মাওলানা মোঃ বাহাউদ্দিন সাহেব খতিব একসত্যাপাড়া পুরাতন জামে মসজিদ ও খলিফা আল্লামা আয়াজ আহমেদ যোবায়েরী সিদ্দিকী আল কুরাইশী উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তাশরিফ আনায়ন করিবেন । আপনারা দলে দলে যোগদান করিয়া দুজনের অশেষ নেকি হাসিল করুন ।
যোগ দিন দলে দলে ৮ তারিখের মাহফিলে-
যোগ দিন দলে দলে মুফতি সৈয়দ মুহাম্মদ মোকাররম বাড়ির মাহফিলে যোগ দিন দলে দলে হযরত মাওলানা মুফতি জমির উদ্দিন খান সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হযরত মাওলানা মোঃ বাহাউদ্দিন সাহেবের মাহফিলে ।