আব্দুস সামাদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৬নং গোড়ল ইউনিয়নের গোড়ল মৌজাস্থ জনৈক মোঃ আবু বক্কর মিস্ত্রি এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে বামনটারী চৌপথী হতে গোড়ল চৌপথী মুখী পাকা রাস্তার তিন মাথা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল চালক ১। মোঃ আলীম সরকার@আকাশ (২৫),পিতা- মোঃ রমজান সরকার ,সাং- গোড়ল ৮নং ওয়ার্ড,থানা- কালীগঞ্জ,জেলা- লালমনিরহাট কে ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে আটক করে তখন মোটরসাইকেলের পিছনের ব্যাক্তি দৌড়াইয়া পালাইয়া যায়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেলটি তল্লাশীকালে মোটরসাইকেলের চালক ও পিছনে বসে থাকা পলাতক ব্যাক্তির মধ্য স্থান হতে ৬টি বস্তা হতে মোট ১৯৮ বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ঘটনা সাথে জড়িত ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করে এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।