ঢাকা   ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামরাইয়ে মাটি ব্যবসা কেন্দ্র করে হত্যা মামলার আট আসামির জামিন না মঞ্জুর ঝালকাঠিতে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস এর ৭০তম মৃত্যু বার্ষিকী পালিত করিমগঞ্জে চাঞ্চল্যকর হুমায়ূন হত্যার ৩ আসামি আটক, হত্যার রহস্য উন্মোচন কুষ্টিয়ায় বেশি দামে ডিম ও মুরগী বিক্রির অপরাধে জরিমানা ঠাকুরগাঁও এ অভিযোগের ৮ দিনের মাথায় সমাধান দিলেন জেলা প্রশাসন  কলারোয়ায় যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  ২০ নং ফোল্ডারের ১১ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা ও পৌর যুবদলের দোয়া মাহফিল। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন

হাতীমুড়া স্ট্রাইকার্স ৯ উইকেটে পরাজিত করল জে.পি ওয়ারিয়র্সকে

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪
  • 32 শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি:

জেলার গুইমারা উপজেলার হাতীমুড়াস্থ হাতীমুড়া জুনিয়র হাইস্কুলের মাঠে শেখ রাসেল স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ খ্রি. টুর্নামেেন্টের ৭ম ম্যাচে আজকের খেলায় অংশগ্রহণ করেন, হাতীমুড়া স্ট্রাইকার্স বনাম জে.পি ওয়ারিয়র্স।
৪ মার্চ ২০২৩ খ্রি. শনিবার বিকাল ৩ টায় গুইমারার হাতীমুড়া জুনিয়র হাইস্কুল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আজকের ১৫ তম ও প্রথম রাউন্ডে শেষ খেলায় ২টি দল অংশগ্রহণ করে, হাতীমুড়া স্ট্রাইকার্স বনাম জে.পি ওয়ারিয়র্স।

টস নামক ভাগ্য পরীক্ষায় জয় লাভ করে জে.পি ওয়ারিয়র্স টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত করে, নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হয়। জবাব দিতে মাঠে নেমে হাতীমুড়া স্ট্রাইকার্স নির্ধারিত ৮ ওভারে ৩ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৯ উইকেটে পরাজিত হয় জে.পি ওয়ারিয়র্স। হাতীমুড়া স্ট্রাইকার্সের খেলোয়াড় মো. রুবেল হোসেন ৪২ রান করায় খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, মো. দিদারুল ইসলাম হৃদয় ও মো. মাসুম রেজা। স্কোয়ারে ছিলেন মো. শাহাদাৎ হোসেন ও মো. আহসান হাবিব।

উভয় দলের খেলোয়াড়েরা হলেন হাতীমুড়া স্ট্রাইকার্সের মো. মাহদী ওয়াহিদ, দলীয় অধিনায়ক, মো. আমির হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শামসুল ইসলাম, মো. মিজানুর রহমান, মহসিন কবির হৃদয়, মো. রুবেল হোসেন, মো. রিয়াদুল আকন্দ, মো. আহসান হাবীব, মো. তামিম ইকবাল ও মো. আব্দুল জলিল।

জে.পি ওয়ারিয়র্স দলের খেলোয়াড়েরা হলেন, যথাক্রমে দলীয় অধিনায়ক, মো. নুরুল ইসলাম, মো. তারেক, মো. রেজাউল করিম, মো. আবু সুফিয়ান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. ওবায়দুল কাদের, মো. মোজাম্মেল হোসেন, মো. সাকিব, মো. ইউসুফ, মো. নাইম হোসেন ও রুপম চন্দ্র সরকার প্রমুখ।

এরি সাথে শেষ হয়ে গেল প্রথম রাউন্ডের খেলা। টুর্নামেন্টের সূচনায় ৬টি দল অংশ গ্রহণ করেন এই টুর্নামেন্টে। খেলার সমীকরণে বরিশাল টাইগার্স ১ নন্বরে, হাতীমুড়া স্ট্রাইকার্স ২ নন্বরে, দিদার একাদশ ৩ নন্বরে ও ৪ নন্বরে চলে আসছে জে.পি ওয়ারিয়র্স। বর্ণিত টিম ২য় রাউন্ডে খেলায় অংশগ্রহণ করবে। সময়সুচী পরবর্তীতে জানানো হবে বলে ব্যবস্থাপনা কমিটি জানিয়েছেন।

খেলায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, এম. জুলফিকার আলী ভূট্টো, কমিটির সদস্য, মো. আরিফুল ইসলাম, আ. মান্নান, মো. ইউসুফ তালুকদার, মো. নুরুল ইসলাম ও টিম ম্যানেজার মো. আব্দুল জলিলসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪