আকতারুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে সুলভ মূল্যে ৩৫ টাকা কেজি দরে প্রতি কেজি তরমুজ বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে সাপাহার জিরো পয়েন্ট স্বাধীনতার মুক্ত মঞ্চের পাশ্বে সুলভ মূল্যে তরমুজ বিক্রয়ের উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ উদ্বোধনী অনুষ্ঠানের পর তরমুজ ক্রয় করার জন্যে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।
উল্লেখ্য সাপাহার বাজারের বিভিন্ন ফলের দোকানে ৪৫/৫০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হলেও উপজেলা প্রশাসনের আয়োজনে সেই তরমুজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে উপজেলা প্রশাসন। সেখানে তরমুজ বিক্রিতে সহযোগিতা করছেন সাপাহার উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন ও আতিকুর রহমান বাপ্পী সহ আরো অনেকে।
তরমুজ কিনতে আসা অনেকে জানান, তরমুজের দাম কম হওয়ায় বছরের প্রথম তরমুজ আজ ক্রয় করলাম ।
জয়নাল আবেদীন ও বাপ্পী জানান, আমরা সূলভ মূল্যে তরমুজ সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করবো এই সূলভ মূল্যের তরমুজ বিক্রয় কার্যক্রমটি ঈদের পর পর্যন্তু চালিয়ে যাব।