ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া জেলাধীন মোকামতলা ৮৫২ গৃহ নির্মাণ ফেডারেশন এর নবনির্বাচিত কমিটি গঠন ৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  কিশোরগঞ্জে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ৫ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার সিটি ও ঢাকা কলেজের সংঘর্ষ হয়ে আহত ঢামেকে ৩২ জন ঈশ্বরদীতে এসডি টেলিভিশন ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত  কুষ্টিয়ায় ডাকাতির সময় মা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমরা বলতে পারিনি মোঃ সেলিম রেজা সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

সাতক্ষীরা বাজারে সব ধরনের শীতকালীন সবজি,দাম আকাশ ছোঁয়া অস্বস্তিতে দিন মুজুর মানুষ

MD: Habibullah 164
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
  • 9 শেয়ার

জি,এম, আমিনুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

 

 

সাতক্ষীরার শ্যামনগরের প্রতিটি বাজারে উঠেছে শীতকালীন সবজি। কিন্তু দাম চড়া, নতুন এসব সবজির দাম ৭০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে অস্বস্তিতে রয়েছে ক্রেতা সাধারণ দিনমুজুর মানুষ।

রীতিমত বাজার অস্থির করে তুলেছে বেগুন, করলা, শিম, বরবটি ও কাঁকরোল, টমেটো ও ফুলকপি। কারণ গত বছরের তুলনায় চলতি মৌসুমে শীতকালীন শাক-সবজির দাম প্রায় দ্বিগুণ বলে অভিযোগ ক্রেতাদের।

সোমবার (১৮ই অক্টোবর) শ্যামনগরের নকিপুর বাজার, ভেটখালী নুরনগর, মুন্সিগঞ্জ,হরিনগর, পরানপুর, যাদবপুর, বাজার গিয়ে দেখা যায় এমন চিত্র। বাজারে সব শাকসবজির দামই যেন আকাশ ছোয়া। বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৯০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৮০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি পিস ১২০ টাকা, কাঁকরোল ৯০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শ্যামনগরের ভেটখালী বাজারে বাজার করতে আসা একজন দিনমজুর ভ্যানচালক বলেন, সবজির দাম খুব বেশি। মেসে থাকি, লেখাপড়ার জন্য বাড়ি থেকে মেপে টাকা পাঠান। এতো দাম দিয়ে সবজি কিনবো কিভাবে?এদিকে সবজির দামের বিষয়ে শ্যামনগর এর নুরনগর বাজারের সবজি বিক্রেতা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গেল কয়েক বছরের তুলনায় এবছর সবজির দামটা অনেক বেশি। কারণ এবছর উৎপাদন কম। এজন্য বেশি দামে কিনতে হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪