ঢাকা   ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
২০ নং ফোল্ডারের ১১ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা ও পৌর যুবদলের দোয়া মাহফিল। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত হওয়ায় চুনারুঘাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের সংকট বিশালপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি প্রকাশ কুষ্টিয়ায় দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে জেলা বিএন‌পির ক‌ঠোর হুঁশিয়ারি নতুন দুই সভাপতি পেল ইবির দুই বিভাগ জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

রেমাল

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মে ২৭, ২০২৪
  • 87 শেয়ার

কলমে: সাম্য শফিক

 

রেমাল এসেছে,
আসছে বৃষ্টি ঝড়।
বুঝিতে পেরেছি অতঃপর।
চারিদিকে তাই রণসাজ।
সাগর পাড় উত্তাল আজ।
সেচ্ছাসেবী দের বেদম কাজ।
আমরা-ও এসেছি।
কি বিচিত্র প্রকৃতি!
কি বিচিত্র প্রজন্ম –
আমরা সেলুকাস জাতি।
ভীতু মাঝিরা টানছে দাঁড়।
ফিরতে চায় নিরাপদে বাড়ি।
আমি কিন্তু ঠাঁই, অনড়।
শাঁই শাঁই বাতাসের নিক্কণ।
তুমি-ই আমার জান-প্রাণ।

হ্যালো উর্বশী, কোথায় তুমি?
আমার কথা, শুনতে পাচ্ছো কি?
হ্যালো, হ্যালো আমাকে শুনতে পাচ্ছো তুমি?
আকাশে মেঘের ভেলা।
বাতাসে প্রচন্ড বেগ,
সব ভাসিয়ে নিয়ে যাবে।
আমরা সবাই এখন সাগর পাড়ে।
তুমি-আমি ভাসবো, আর হাসবো,
জোয়ারের জলে।
নাচবো আমরা ঘুঙুর পড়ে।
রিমঝিম বৃষ্টির তালে
নাচতে ভালো লাগে।

এ-ই, শুনছো তুমি?
খবরে শুনেছি,
৮ থেকে ১২ ফুট উচ্চতার ঢেউ হবে।
চলে আসো এক্ষুনি
হাওয়ায় জাহাজে চড়ে।
হ্যালো শুনতে পাচ্ছো তুমি?
সমুদ্র ফুঁসে উঠছে।
গোখরা সাপের মতো ফনা তুলে, ফোঁসফোঁস করছে।
কি মজা হবে!
ছোট্র বেলায় লুঙ্গিতে বাতাস ভরে
যেমনটা জলে ভেসেছি।
পাতিহাঁসের মতো।
সেভাবেই ভাসবো আকাশে,
শুধু তুমি আর আমি।
বাজপাখি হয়ে।
উড়বো দু’জন হাতে হাত রেখে।

সবাই চলে যাচ্ছে সাইক্লোন সেন্টারে।
জনমানবহীন এ সাগর পাড়ে
হ্যালো উর্বশী, কোথায় তুমি?
শুনতে পাচ্ছো কি?
বলছি, আমরা দু’জন উড়বো ।
ফটোগ্রাফার দিয়ে ভিডিও বানাবো।
দেরি করোনা প্লিজ, তাড়াতাড়ি চলে এসো।

হ্যালো – হ্যালো – হ্যালো, শুনছো!
সে ভিডিওটা ইউটিউবে ছাড়বো।
মূহুর্তে ভাইরাল হবো।
কেমন লাগবে বলো?
হাই লক্ষ্মী’টি –
কামওয়ান বেবি।
এক্ষুনি চলে আসো।
নয়তো কালবেলার শিরোনাম হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪