মো: ইলিয়াস শেখ, কুয়াকাটা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে কুয়াকাটার জনজীবন। বৈশাখের শুরু থেকেই তীব্র গরমে নিম্নআয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। তীব্র এই দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন কুয়াকাটার এলাকার মুসল্লিরা।
শুক্রবার (২৬ এপ্রিল ) সকাল ৯টায় নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম সরোয়ারি। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ শহরের আশপাশের প্রায় তিন শতাধিক মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়েছে।
ইমাম বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটা যৌক্তিক একটি কারণ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহর কাছে ধরণা দেব। তিনি যেন রহমত বর্ষণ করেন। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছি। রাসুলের সুন্নাহ অনুযায়ী আমরা ফাঁকা মাঠে এসেছি, আমাদের অপরাধ স্বীকার করলাম। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ক্ষমা চাইলাম। আমরা আশা রাখি আমাদের বর অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন এবং তিনি দয়া করে এ পরিবেশকে আবার সুন্দর করে দেবেন।
উল্লেখ্য, গত কয়েকদিন কলাপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০.২ ডিগ্রিতে ওঠানামা করছে।