মোঃ নাজিম উদ্দিন, ভোলা।
ভোলা লালমোহন উপজেলার মরিচ চাষিরা হতাশা ব্যক্ত করেন। লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ার ভেরির মাথার কৃষক শাহাজান মিয়া জানান এবছর মরিচ চাষ করে ৫০০০০ টাকা ক্ষতিগ্রস্ত হন ৪৮ শতাংশ জমিতে জমি নগদ রেখে ৮০ হাজার টাকা লোন নিয়ে মরিচ চাষ করেন।
বাম্পার ফলন হওয়া সত্বেও মরিচের দাম কম থাকার কারণে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েন। শাহজান মিয়া তারপরও সবাইকে। মরিচ চাষ করার জন্য আহ্বান জান। শাহজাহান মিয়ার দাবি কাঁচা বাজারের দাম কমার সাথে সাথে। সার কীটনাশকের। দাম কমানোর জন্য। দাবি জান