মো: হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী):
মনোহরদী উপজেলা সাগরদী বাজারে তাকওয়া বস্ত্রালয়ের রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সাগরদী বাইপাস রোডে অবস্থিত বসন্ত বিলাস ফুড প্যারাডাইস এ আয়োজন করেন তাকওয়া বস্ত্রালের কর্ণদার মিনহাজুল ইসলাম অপু।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাকওয়া বস্ত্রালয় যারা কেনাকাটা করেছেন তাদের নিয়ে রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে বসন্ত বিলাস ফুড প্যারাডাইসে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে।মিনহাজুল ইসলাম অপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিব, জনাব আনিসুর রহমান বাপ্পি, উপ পরিদর্শক বাংলাদেশ পুলিশ।পিবিআই ঢাকা।
মালয়েশিয়া প্রবাসী বেলায়াত হোসেন, জনাব মো: কাউসার আহমেদ সজিব, এল কে ইউনিয়ন বহুমুখী, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শফিকুল ইসলাম শফিক, জনাব রেদোয়ান মৃধা, জনাব শরীফ আহমেদ, জনাব ইব্রাহিম মৃধা, জনাব মাসুদ রানা, সাগরদী আলহেরা প্রি ক্যাডেট স্কুলের সকল শিক্ষক মন্ডলী। তাকওয়া বস্ত্রলয়ের কর্ণধার মিনহাজুল ইসলাম অপু বলেন আমরা সব সময় চেষ্টা করি মানুষকে ভালো সেবা দেওয়ার জন্য। অর্থ নয় সে ভাই আমাদের মূল লক্ষ্য।