তানভীর তুহিন, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কৃতি সন্তান সাইফুল আলম (হিমেল) বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম পেয়েছেন। চাকরি জীবনের শুরুতে তিনি এসি পেট্রোল মোহাম্মদপুর জোন , এসি ট্রাফিক দারুস সালাম জোন, এসি ক্রাইম কোতোয়ালি জোনে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন, এর পরে পদোন্নতি পেয়ে এডিসি (ক্রাইম) ডিএমপি হেডকোয়ার্টার, এডিসি ডিবি কোতোয়ালি জোনে কর্তব্যরত ছিলেন। বর্তমানে তিনি এডিসি ডিবি উত্তরা এয়ারপোর্ট জোনে দায়িত্ব পালন করছেন।
সফলতার সহিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্যে তাকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম এ পুরস্কারে ভূষিত করা হয়।