মোঃরাসেল শেখ,কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া পৌরসভায় যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। ১১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত কালিয়া বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়েছে।
কালিয়া আর্মি ক্যাম্প কমান্ডারের পরিচালনায় সেনা সদস্যদের অংশগ্রহণে ও জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আব্দুল আলিম ও সাইদুজ্জামান এবং কালিয়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭ টি মোটরসাইকেল আটক করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ টি মোটরসাইকেলকে ৭ হাজার ৫ শত টাকার মামলা দেওয়া হয়েছে।
সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযানের আশ্বাস দেন সেনাবাহিনীর কালিয়া ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তা।