বি. সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ৫০০ গ্রাম গাঁজা ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় বহন করা অবস্থায় মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে ২৬এপ্রিল শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে পাইকগাছা পৌরসভাধীন শিববাটি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় বহন করা অবস্থায় মহিলা মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী কয়রা উপজেলার হরিয়াননগর গ্রামের অহেদুজ্জামান গাজী-র স্ত্রী জরিনা বেগম (৩৫) গ্রেফতার। অপরদিকে পাইকগাছা থানা পুলিশের অভিযানে খুন, মারামারি, মাদক, নারী নির্যাতন, চুরি সহ ০৮ টি মামলার আসামি উপজেলার গড়ইখালি-র বাবু গাইন-র পুত্র হৃদয় গাইন (২৬) গ্রেফতার।
গ্রেফতারকৃত জরিনা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে থাকে এবং গ্রেফতারকৃত হৃদয় গাইন ০৮ টি মামলার আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিল বলে পুলিশ জানিয়েছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, গাঁজাসহ মাদক কারবারি এবং ০৮ টি মামলার আসামিসহ দু’জন-কে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জুয়া, গাঁজা ব্যবসায়ী, চাঁদাবাজি, কাউকে ছাড় নেই। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি আরও জানান ১ মাদক ব্যবসায়ী ও ৮ মামলার আসামী সহ সর্বমোট ২জন আসামী গ্রেফতার।