ঢাকা   ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল, সফল করার আহ্বান গোমস্তাপুরে বিএনপির নেতাদের সাথে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী নাড়ির টানে বাড়ি ফেরা নিজের এলাকার মানুষের জন্য রাজনীতির পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল: শিশুসহ মা আহত  ভোলাহাটে সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন রজতজয়ন্তী উদযাপিত সৈয়দ হারুন ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নওগাঁয় নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে আব্দুল জব্বারের গলাকাটা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার আনছারহাট ইসলামীয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের – ঈদ পুনর্মিলনী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেল সংঘর্ষে নিহত- ০২, আহত- ০৯

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পাল্টা মানববন্ধন ভন্ডুল: শিশুসহ মা আহত 

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
  • 58 শেয়ার

মোঃ সফিয়ান রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

খুলনার পাইকগাছায় জায়গা-জমি ও মামলা-মকদ্দমা নিয়ে আয়োজিত পাল্টা মানববন্ধন প্রতিপক্ষদের হামলায় ভন্ডুল হয়ে গেছে। এ হামলায় ২বছরের শিশুসহ মা আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাসিমপুর কপোতাক্ষ বিদ্যালয়ের সামনের সড়কের উপর এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা করছে এলাকাবাসী।

জানা যায়,  হাসিমপুর মৌজায় ১২ শতক জমি দখল নিয়ে কাসেম সরদারদের সাথে রজব আলী সরদারদের ২ বছর ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে ধর্ষণ মামলাসহ উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ১৫ টি মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়েছে। রজব আলী সরদাররা জেল হাজতও খেটেছে। একারণে গত ১৮ ফেব্রুয়ারী রজব আলীরা কাসেম আলীদের বিরুদ্ধে মানববন্ধন করে।

এদিকে কাসেম সরদারের ছেলে খায়রুল ইসলাম আওয়ামিলীগের কমিটির দুটি কাগজ দেখিয়ে বলেন দেখেন রুস্তম আলী ইউনিয়ন আওয়ামিলীগেী সিনিয়র সহ-সভাপতি। আমি কৃষকদলের উপজেলা কমিটির সদস্য হওয়ায় তারা জোরপুর্বক আমাদের জায়গা জমি ভোগ দখল করে রেখেছে এতোদিন।আমরা দখল বুঝে নেয়ায় তারা ক্ষিপ্ত হয় আমাদের নামে ৭ টি মামলা করে অহেতুক হয়রানী করছে।

এসবের  প্রতিবাদে বুধবার কপোতাক্ষ বিদ্যালয়ের সামনে কাসেম সরদাররা মানববন্ধনের আয়োজন করেন। এসময় প্রতিপক্ষ রজব আলীরা নারী-পুরুষ ঝাড়ু ও লাঠি নিয়ে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। মানববন্ধন কারীরা ব্যানার নিয়ে রাস্তায় দাড়ানোর সময় তাদের উপর আক্রমন করে। যাতে মানববন্ধনে যোগদিতে আসা তানিয়া (২৮) ও তার কোলের ২ বছরের শিশু রোকেয়া আহত হয়।

এবিষয়ে প্রতিপক্ষ রজব আলী সরদার জানান তাদের কবলা কৃত জমি দখল দিচ্ছেনা কাসেমরা। তাছাড়া আমাদের নামে মিথ্যা ধর্ষন মামলাসহ ৮ টি মামলা দিয়ে হয়রানী করছে। একারণে তাদের মানববন্ধন করতে দেয়া হয়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪