মো: সাদ্দাম হোসেন ইকবাল, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা কাঁচা বাজারে, নিশার টাকা জোগাড় করার জন্য সাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক হলো । অদ্য ২৪/০৫/২০২৫ খ্রিঃ অনুমান ০৯:৩০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা কাঁচাবাজারে ভিকটিম মোঃ নাহিদ হাসান (১৮) পিতা:- মোহাম্মদ আলী গ্রাম:-হাজির আলী থানা: ঝিকরগাছা, জেলা: যশোর, ইব্রাহিমের পোল্ট্রি দোকানের সামনে তার ব্যবহৃত সাইকেল রাখিয়া অন্য কাজ করবার জন্য বাইরে যান।
সেই সুযোগে সাইচোর মো: রিপন খান (১৮), পিতা মোঃ নাসির উদ্দিন, গ্রাম লক্ষণপুর, থানা: শার্শা, জেলা -যশোর, সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় অন্যান্য দোকানদাররা সাইকেল চোর কে আটক করেন।
আটকের একপর্যায়ে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে জানা যায়, সে নিশার টাকা জোগাড় করার জন্য মূলত এই সাইকেল চুরির করেছে। তার শরীরের তল্লাশি চালিয়ে তার একটি মানিব্যাগ পাওয়া যায় সেই মানিব্যাগে চুরি কাজে ব্যবহৃত হবে এমন কিছু ছোট্ট জিনিসপত্র পাওয়া যায়, এছাড়া সে যে একজন নেশাখোর তার কিছু আলামত মানিব্যাগে পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে আরো জানা যায় সে একজন নেশাখোর।
পরবর্তীতে তার বয়স বিবেচনা করে সকলের সম্মতি ক্রমে ক্ষমা দৃষ্টিতে দেখে তার খালুর হাতে তাকে হস্তান্ত করা হয়। ভবিষ্যতে এমন কাজ করবে না এবং সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করবে, নিশা ছেড়ে দেবে, এমন প্রতিশ্রুতি দেয়ার পরে তাকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেয়া হয়।