ঢাকা   ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
২০ নং ফোল্ডারের ১১ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা ও পৌর যুবদলের দোয়া মাহফিল। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত হওয়ায় চুনারুঘাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের সংকট বিশালপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি প্রকাশ কুষ্টিয়ায় দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে জেলা বিএন‌পির ক‌ঠোর হুঁশিয়ারি নতুন দুই সভাপতি পেল ইবির দুই বিভাগ জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন.সিটি মেয়র খালেক

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪
  • 33 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে নগর ভবনে ১৪ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

মেয়র বলেন, যেকোনো মূল্যে নির্মাণকাজের গুণগতমান সঠিক রাখতে হবে। পাশা পাশি পবিত্র রমজান মাসে নগরবাসীর সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালত চালু রাখা ও নগরবাসীর চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান সিটি মেয়র। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় স্ক্রিম গ্রহণের লক্ষ্যে সভাটি আহ্বান করা হয়। সভায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৩৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নগরীর ৩১টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনসহ সর্বমোট ১৬টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেসিসির মেয়র প্যানেলের সদস্য অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আইয়ুব আলী শেখ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মুনতাসির হাসান খান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির, বেসরকারি সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, মো. সাহেব আলী, মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলুসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

কেসিসি মেয়র নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সবায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪