লেখক মোঃ সুমন মিয়া পাঁচগজ
নেতা একমাত্র নুর আহমেদ ফরিদ
তুমি ভোকে ধারণ কর তারিখ জিয়া এবং শহীদ জিয়া খালেদা জিয়ার আদর্শকে
তুমি চিন্তা করে একমাত্র তোমার এলাকার জনগণের জন্য
তুমি তো স্বৈরা শাসকের, হয়েছ নির্যাতিত,
এবং শাসনের জুলুমে হয়েছ শিকার,
খেয়েছো শত হাজার মামলা,
কেটেছে তোমার নীরবে নির্জনে জেলখানায়
পরিবার রেখে পরিজন রেখে,
তাই কিছু কিছু চাটোকার নেতার জন্য,
সঠিকভাবে নিতে পারছ না তোমার অধিকার টুকু,
তাই কবিতার বাষায় বলতে চাই
নিজেকে করছো জনগণের জন্য এখনো উৎসর্গ,
জনগণকে দিয়েছো তুমি অত্যন্ত ভালোবাসা এবং
রেখেছো দুরদিনে ছোট্ট ভাইদের খোঁজখবর নিয়েছো দলের কর্মীদের খোঁজখবর
তাই তোমাকে জানাই স্যালুট
তোমার মত নেতা, আমাদের তো দরকার,
আল্লাহ আপনার সহায় হোক,