আবুল কালাম আজাদ,জেলা নাটোর।
২রা মে রোজ শুক্রবার আজ বিকেল ৩টায় নাটোর জেলা বড়াইগ্রাম থানার জুনাইল ইউনিয়ন কচুগাড়ি বাজারে জামায়েত ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন, বড়াইগ্রাম থানা সভাপতি মোঃহাবিবুর রহমান এবং অন্যান্য সদস্য বৃন্দ।