নিজস্ব প্রতিবেদক, মিরপুর -ঢাকা:
নাটোর জেলার অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যে নানা কৌশল অবলম্বন করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, তরুণ আওয়ামী লীগ নেতা জনাব, শরিফুল হাসান ফারুকের সমর্থনে ঢাকায় অবস্থানরত বড়াইগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্যোগে সোমবার (১ এপ্রিল) এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ৭১ টিভির জিএম কামরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অহিদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, আগাখান একাডেমি ঢাকা, বাংলাদেশের এডুকেশন অফিসার তোজাম্মেল হক বকুল, রিমঝিম কিন্ডারগার্টেনের পরিচালক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান মিন্টু, আরো বক্তব্য রাখেন দৈনিক মুক্তি সমাচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির ক্রীড়া সম্পাদক,৪ নং নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ আলী আলপুর সুযোগ্য সন্তান মোঃ আব্দুর রহিম সবুজ, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মুহিব হোসেন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা আঃ সালাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রায়হান আলী, ঢাকা সুপ্রিম কোর্ট এর এডভোকেট আব্দুল খালেক, পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুল ইসলাম, মেরিট গ্রুপের চিফ ফাইনান্সিয়াল অফিসার এমএ তালেব, বিশিষ্ট ডেভেলপার ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, ক্রোম ওয়াল্ডের ম্যানেজার শফিকুল ইসলাম সুজন এবং আসন্ন বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, তরুণ আওয়ামী লীগ জনাব,নেতা শরিফুল হাসান ফারুক ।
মতবিনিময় সভায় বক্তাগণ আসন্ন বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সৎ,যোগ্য, উদীয়মান ও তরুণ সমাজ সাবেক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব, শরিফুল হাসান ফারুককে সমর্থন দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং উপস্থিত সবাই হাত তুলে তাকে সমর্থন করেন।
ঢাকার মিরপুরের রিমঝিম কিন্ডারগার্টেনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সহ সভাপতি ও প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিএম রাশিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়াইগ্রাম উপজেলা সমিতির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক খোকন।