ঢাকা   ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাবি আদায়ের জন্য কাফনের কাপড় পড়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন । নাসিরনগরে গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে” জামায়াতের বিক্ষোভ মিছিল পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু,এলাকায় নামলো শোকের ছায়া।  পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ১ ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার। কক্সবাজারে পুলিশসহ মাদক কারবারি আটক-৩ চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা। ঠাকুরগাঁওয়ে কারাগারে নববর্ষ উদযাপন। ভুট্টা ক্ষেতে মিলল ৮ বছরের শিশু জুইয়ের মরদেহ, ধর্ষণ ও এসিড দিয়ে হত্যার অভিযোগ।

নরসিংদীতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বি এন পির দুই গ্রুপের সংঘর্ষে আহত তিন

leeja begum
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
  • 28 শেয়ার

মোঃ কামাল হোসেন, নরসিংদী, স্টাফ রিপোর্টার:

 

নরসিংদীতে গার্মেন্টসের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে তিন জন। শনিবার দুপুর আড়াইটার দিকে মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার হোম টেক্সটাইলের সামনে এ সংঘর্ষ হয়।আহতরা হলো মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির কর্মী জুট ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৫) সুমন (২৪) ও জুয়েল মিয়া (২৭)। তারা সবাই সাইফুল গ্রুপের সমর্থক।

তাদের মধ্যে আহত সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায়  ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, ওই এলাকার বিভিন্ন কাপড়ের কারখানার জুটের নিয়ন্ত্রণ ছিল মহিষাশুড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক সমীরের হাতে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এ ব্যবসার নিয়ন্ত্রণ নেন বিএনপির কর্মী সাইফুল ইসলাম। আজ দুপুর আড়াইটার দিকে মহিষাশুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন মিয়া গ্রুপের লোকজন ওই এলাকার হোম টেক্সটাইল থেকে জুট মালামাল নিয়ে যাওয়ার সময় সাইফুলসহ তাঁর লোকজন বাঁধা দেয়। পরে নরসিংদী শহর থেকে কিছু লোকজন গিয়ে মামুনের পক্ষে সাইফুল ইসলাম গ্রুপের লোকজনের ওপর হামলা করে দেশীয় অস্ত্র ও লাঠিপেটা করে চলে যায়।

আহত সাইফুলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। আহত সাইফুলের ভাই ইকবাল হোসেন বলেন, আমরা জুট ব্যবসার জন্য বিভিন্ন কারখানাকে অগ্রিম টাকা দিয়েছি। কিন্তু ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন ও তাঁর লোকজন কারখানা থেকে জুট নিয়ে যায়। আমার ভাই কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন। কোনো কথাবার্তা ছাড়াই নরসিংদী শহর থেকে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। আমার ভাই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আমরা পরিবারের সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেব।আহত জুয়েল মিয়া বলেন, আমরা হোম টেক্সটাইলের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মামুনের লোকজন আমাদের ওপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার দাবি করছি।তবে এ ঘটনায় অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাধবদী থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন দুই গ্রুপের মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গেছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪