ঢাকা   ২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরলেন ডঃ ওসমান ফারুক

mdbahauddin30
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪
  • 6 শেয়ার

মোহাম্মদ আবদুর রউফ, স্টাফ রিপোর্টার (করিমগঞ্জ):

 

দীর্ঘ ৮ বছর যুক্তরাষ্ট্রে নির্বাসিত থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক (৮৬) দেশে ফিরেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে তিনি তার পরিবারের সঙ্গে দেশে প্রত্যাবর্তন করেন। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাকে নির্বাসনে থাকতে হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে তিনি দেশে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা যায়,২০১৬ সালে যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।তার নির্বাচনী এলাকার আওয়ামী নেতারা তাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলকভাবে ওই মামলা দেন।বিএনপির হাইকমান্ডের পরামর্শে গ্রেপ্তার এড়াতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ড. এম ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন। কিশোরগঞ্জ-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার পারিবারিক সূত্রে জানা যায়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪