ঢাকা   ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
২০ নং ফোল্ডারের ১১ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা ও পৌর যুবদলের দোয়া মাহফিল। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত হওয়ায় চুনারুঘাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের সংকট বিশালপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি প্রকাশ কুষ্টিয়ায় দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে জেলা বিএন‌পির ক‌ঠোর হুঁশিয়ারি নতুন দুই সভাপতি পেল ইবির দুই বিভাগ জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

তেঁতুলিয়ায় সীমান্তে ভারতে অনুপ্রবেশে চেষ্টার সময় চোরাকারবারী আটক-০৪

leeja begum
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
  • 10 শেয়ার

পঞ্চগড় প্রতিনিধি:খাদেমুল ইসলাম, 

 

পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় ৪ জন আটক করেছে বিজিবি। শুক্রবার( ১৩ সেপ্টেম্বর)। দিবাগত রাতে বিজিবি অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।

পর শনিবার( ১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই আটক ৪ জন সহ অজ্ঞাত আরও ৯/১০ জনের বিরুদ্ধে বিজিবি তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করলে পরে পুলিশ তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত: আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)। বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ পেলে বিজিবি টহল টিম তাদের টহল জোরদার করেন। পরে মেইন পিলার ৪৩৭এর ৪ নম্বর সাব পিলার হতে একটু দূরে।  বাংলাদেশের অভ্যন্তরে ১৩ থেকে ১৪ জনের একটি দল। ভারতীয় সীমান্তের কাটা তারের বেড়ার দিকে দৌড়ের পাললে পরে তাদের পিছ নেয় বিজিবি সদস্যরা। পরে সেই দলের কিছু নিলে দলের চারজন সদস্যকে আটক করে বিজিবি সদস্যরা।

এ সময় ৯ থেকে ১০ জন ব্যক্তি কৌশলে বাংলাদেশের অভ্যন্তরে৷ দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করলে আটক ৪ সদস্য কাঁটাতারে বেড়া কেটে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো।এসময় তাদের কাছ থেক তার কাটার মাইড্রলিক কাটার, ১টি ছোট চাকু, ১টি লাল রংয়ের কাটা তার কাটিং প্রাস ও ১টি হলুদ রংয়ের কাটা তার কাটিং প্লাস উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর শনিবার বিকেলে ওই চারজনের বিরুদ্ধে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার সৈবুর রহমান বাদী হয়ে। আটক ওই চারজন সহ জড়িত আরও ৯ থেকে ১০ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন এবং পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক চারজনকে আসামী অজ্ঞাত আরো ৯/১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে এবং পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করেন। পরে তাদের সেই মামলা গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের বিজিবির টহল টিম টলরত অবস্থায় ওই ৪ জনকে আটক করে।

তারা ৪ জনই চোরাকারারির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ করে কেউ যেন অবৈধভাবে ভারতে যেতে না পারে তার জন্য আমরা টহল জোরদার করেছি। পাশাপাশি সীমান্তে চোরাকারবারির বন্ধের লক্ষ্যে আমরা বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪