তুমি নেই আমার অস্তিত্ব নেই
লেখক-সাম্য শফিক।
তুমি নেই। আমার অস্তিত্ব নেই। নিজেকে প্রাণহীন জড়বস্তুর মতোন লাগে। নিজেকে নিস্তব্ধ করে রাখার এক সীমাহীন মানসিক পেষণ। যেনো চারিদিকে যুদ্ধবিগ্রহ। মানুষের আত্ম চিৎকার। মানুষের অধিকার আদায়ের চেষ্টা। বাঁচতে হলে লড়ো, নইলে মরো। লড়াই চলছে চারিদিকে।
কবি বলেছেনঃ
কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী”
আমারও তো বাহুবল আছে, খাপে ভরা তরবারি আছে। আমার বুকেও অনেক আগুন আছে। সে আগুনে গোটা দেশ যাবে জ্বলে। খাপ খুলে ঝাঁ চকচকে তরবারিটা হাতে তুলে নিতে পারছি না। শুধু তুমি বলছো না বলে।
শুধু তুমি নেই বলে। তোমার অনুপ্রেরণা না পেয়ে। আমার কর্মস্পৃহা নেই। গম্ভীর গুমোট পরিস্থিতি আমাকে আড়ষ্ট করে রেখেছে। এ-যে শ্বাসরুদ্ধকর বিদীর্ণ হাহাকার, ক্ষতবিক্ষত করে আমায়। বিদঘুটে বাস্তবতা আমাকে ঘিরে রেখেছে আষ্টেপৃষ্টে। তুমি নেই বলে, দৃঢ় কলকব্জায় বন্দী আমার বিবেকবোধ।
এহেন পরিস্থিতিতে মুক্তি সহজ নয়। আমার এক চিলতে মানবজমিনে: তুমি গড়ে দিয়েছিলে আভিজাত্যের লম্বা দালান। কিন্তু সেখান থেকে বেরুনোর কোন পথ রাখনি।
কোথায় হারালে, এই দুর্দিনে?
শুধু তুমি নেই বলে, ভেঙ্গেচুরে খড়কুটোর মতো জ্বালিয়ে দিতে পারছিনা; অশুভ তৎপরতা সকল ফাঁদ।