ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া জেলাধীন মোকামতলা ৮৫২ গৃহ নির্মাণ ফেডারেশন এর নবনির্বাচিত কমিটি গঠন ৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  কিশোরগঞ্জে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ৫ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার সিটি ও ঢাকা কলেজের সংঘর্ষ হয়ে আহত ঢামেকে ৩২ জন ঈশ্বরদীতে এসডি টেলিভিশন ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত  কুষ্টিয়ায় ডাকাতির সময় মা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমরা বলতে পারিনি মোঃ সেলিম রেজা সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে অপহৃত ০৭ বছরের শিশু জান্নাতকে ফেনী মডেল থানাধীন এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব; অপহরণকারী বিল্লাল মিয়া গ্রেফতার

MD: Habibullah 164
  • প্রকাশিত : সোমবার, নভেম্বর ১১, ২০২৪
  • 9 শেয়ার

মোঃ আতিকুর রহমান, ঢাকা প্রতিনিধি:

 

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় বসবাসকারী সাজিয়া আক্তার (২৯), স্বামী-মৃত জাহাঙ্গীর আলম। সাজিয়া তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় বসবাস করে আসছে।

সাজিয়ার শিশু কন্যা জান্নাত (০৭) খোলামোড়াস্থ খাতুনে জান্নাত মাদ্রাসায় প্লে শ্রেনীতে লেখাপড়া করে। গত ০৮/১১/২০২৪ ইং অনুমান দুপুর ০২.০৫ ঘটিকায় সাজিয়ার মেয়ে ভিকটিম জান্নাত তাদের বসতবাড়ির আঙ্গিনায় খেলাধূলা করতেছিল। ঐ দিন দুপুর ০৩.০০ ঘটিকায় জান্নাত ঘরে ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।

খোঁজাখুজির এক পর্যায়ে একই তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় বিল্লাল নামে এক ব্যাক্তি ভিকটিম জান্নাতের মা সাজিয়াকে ফোন করে জানায় যে, সে জান্নাতকে অপহরণ করে নিয়ে গেছে এবং ভিকটিম জান্নাত তার কাছে আছে। সে আরও জানায় ভিকটিম জান্নাতকে জীবিত পেতে হলে মুক্তিপণ বাবদ নগদ ১,০০,০০০/- ( এক লক্ষ ) টাকা অপহরণকারী বিল্লালকে দিতে হবে নতুবা সে জান্নাতকে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে সাজিয়া মেয়ের জীবনের কথা চিন্তা করে অপহরণকারী বিল্লালকে বিকাশের মাধ্যমে মোট ১০,০০০/-(দশ হাজার) টাকা প্রেরণ করে। টাকা পাওয়ার পরও অপহরণকারী বিল্লাল আরও ৯০,০০০/- ( নব্বই হাজার) টাকার জন্য ভিকটিম জান্নাতের মা সাজিয়াকে হুমকি প্রদান করতে থাকে। এরপর সাজিয়া তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে গত ১০/১১/২০২৪ খ্রিঃ তারিখ ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানায় মোঃ বিল্লাল মিয়া এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন । যার মামলা নম্বর-০৮, তাং-১০/১১/২০২৪ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০/ সংশোধনী (২০০৩ ও ২০২০) এর ৭/৮/৩০।

ইতোমধ্যে অপহরণের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রকাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল এলাকায় চাঞ্চল্যকর অপহৃত ভিকটিম জান্নাত (০৭ বছর)’কে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল ১০/১১/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ০২:৫৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও র‌্যাব-০৭ এর সহায়তায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার মধ্যম রামপুরস্থ চট্টগ্রাম হইতে ঢাকাগামী মহাসড়কের বাম পার্শে। পুলিশ অফিসার্স মেসের সামনের এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কেরানীগঞ্জ মডেল এলাকায় চাঞ্চল্যকর অপহৃত ভিকটিম জান্নাতকে অপহরণকারী মোঃ বিল্লাল মিয়া (৩৭), পিতা-মৃত নুর ইসলাম, সাং-উত্তর গোজাকুড়া, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর‘কে গ্রেফতার কের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল শিশু ভিকটিম জান্নাতকে অপহরণের বিষয়টি স্বীকার করে এবং তার দেখানো মতে ঘটনাস্থলের একটি বাসা হতে অক্ষত অবস্থায় শিশু ভিকটিম জান্নাতকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪