নিজস্ব প্রতিবেদন, (মোঃআনজার শাহ) ।
বাংলাদেশে রাজধানী ঢাকায় ইউরোপীয় দেশগুলোর এম্বাসি বা কন্স্যুলেট স্থাপনের দাবি জানিয়েছেন ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ সংগঠন।শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানিয়েছেন।
মানববন্ধনে ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্য সচিব মেহেদী হাসান আশিক বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কন্স্যুলেট এবং এম্বাসি কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশে অভিমুখী হতে হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ও সময় অপচয় হচ্ছে। রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। সেজন্য আমাদের একটাই দাবি। সেটি হচ্ছে, বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর এম্বাসি বা কন্স্যুলেট স্থাপন করতে হবে।
বক্তারা আরো বলেন, আমাদের উদ্দেশ্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা নয়; বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কটনৈতিক সম্পর্ক বজায় রেখে আমরা ইউরোপের সকল দেশে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারি। বাংলাদেশে যদি ইউরোপীয় কনস্যুলেট এবং এম্বাসি কার্যক্রম চালু করা হয় তবে আমাদের নাগরিকদের ইউরোপে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ হবে এবং অর্থ সাশ্রয় হবে।
বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে ভিসা প্রত্যাশী আনজার শাহ বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ইউরোপের দেশগুলোর সাথে কথা বলে বাংলাদেশে তাদের মিশন চালু করার ব্যবস্থা করেন। আমরা বিশ্বাস করি ২৪ এর গনঅভ্যুত্থানের মধ্যে দায়িত্ব নেওয়া শান্তিতে নোবেল বিজয়ী আন্তরিক ইচ্ছাপোষণ করলে বাংলাদেশে ইউরোপের সকল দেশের মিশন চালু করবেন। প্রধান উপদেষ্টার ওই পরিমাণ গ্রহনযোগ্যতা ইউরোপের সরকার প্রধানদের কাছে আছে। সুতরাং আমাদের আকুতি দ্রুত তিনি যেনো গুরুত্ব সহকারে বিষয়টি আমলে নেন।