আব্দুর রশিদ,ডোমার (নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারী ডোমার পৌর শহরে ৭ নং ওয়ার্ডের চিকনমাটি ঢুষাপাড়া ওয়াক্তিয়া মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ই মার্চ) বিকালে চিকনমাটি ঢুষাপাড়া ওয়াক্তিয়া মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে
মোঃ দেলোওয়ার হোসেনের সঞ্চালনায় এবং মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার নায়েবে আমীর ও নীলফামারী ০১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল হাকিম,ডোমার পৌরসভার আমীর নুর কামাল,মাওলানা আবদুল হামিদ হোসাইনি,পৌর ৭ নং ওয়ার্ড সভাপতি শামীম ইসলাম প্রমুখ সহ এলাকার সকল মুসল্লি বৃন্দ।
উল্লেখ্য, প্রয় ২১ বছরেও বেশি সময় ধরে এই মসজিদে প্রতি বছর পবিত্র রমজান মাসে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।