জয়পুর প্রতিনিধি: সাগর কুমার সিং
জয়পুরহাটের সনাতনী যুব সমাজের উদ্যোগে ৩১ মার্চ (সোমবার) দিনব্যাপী জয়পুরহাট সুগার মিল খেলার মাঠে সনজিত তন্ময় স্মৃতি স্মরণে সনাতন ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেট টুর্নামেন্টে সনাতন শিক্ষার্থী ঐক্য পরিষদ, ক্ষেতলাল সনাতন পরিবার, হিন্দু যুব পরিষদ, চক মোহন রায়পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, জয়পুরহাট সনাতন ইউনিট, মাদারগঞ্জ সনাতনী ব্রাদার্স, জয়পুরহাট সনাতন পরিবার সহ সাহেবপাড়া তাঁতীপাড়া সনাতনী যোদ্ধা মোট আটটি ক্রিকেট দল অংশগ্রহণ করেন।
প্রথম রাউন্ড শেষে প্রথম সেমিফাইনালে হিন্দু যুব পরিষদ ও জয়পুরহাট সনাতন পরিবার এবং দ্বিতীয় সেমিফাইনালে সনাতন শিক্ষার্থী ঐক্য পরিষদ জয়পুরহাট সরকারি কলেজ শাখা ও সাহেবপাড়া তাঁতীপাড়া সনাতনী যোদ্ধা অংশগ্রহণ করেন। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল শেষে ফাইনালে উঠেন সনাতন শিক্ষার্থী ঐক্য পরিষদ জয়পুরহাট সরকারি কলেজ শাখা ও জয়পুরহাট সনাতন পরিবার।
সনাতন ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনালে সনাতন শিক্ষার্থী ঐক্য পরিষদ জয়পুরহাট সরকারি কলেজ শাখা ৪ উইকেটে গতবারের চ্যাম্পিয়ন জয়পুরহাট সনাতন পরিবার কে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ জয়পুরহাট সনাতন পরিবার। টুর্নামেন্ট শেষে আয়োজক কমিটি চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন কে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেন একই সাথে রানার্স আপ দলের খেলোয়াড়দের কাছে ট্রফি তুলে দেন। উক্ত ক্রিকেট টুর্নামেন্ট ম্যান অব দ্যা ম্যাচ মন্ময় বনিক স্বপ্ন এবং ম্যান অফ দা টুর্নামেন্ট দূর্জয়।